ভাওয়াইয়া
ভাওয়াইয়া
- ভাওয়াইয়া মূলত উত্তরাঞ্চলের গান। ভাওয়াইয়া গানের জন্ম বাংলাদেশের রংপুর ও ভারতের কুচবিহার জেলায়।
- "ওকি গাড়িয়াল ভাই", "যে জন প্রেমের ভাব জানে না", "ওকিও বন্ধু কাজল ভোমরা রে, কোনদিন আসিবেন বন্ধু কয়া যান রে" ইত্যাদি বিখ্যাত ভাওয়াইয়া গান।
- চটকা ভাওয়াইয়া গানের একটি শাখা যা আনন্দ প্রকাশক দ্রুত তালের গান। চটকা বাংলাদেশের রংপুর অঞ্চলের গান।
- স্যার জর্জ গ্রিয়াসন প্রথম ভাওয়াইয়া গান সংগ্রহ করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী