অন্যান্য লোক সংগীত

অন্যান্য লোক সংগীত

  • আলকাপ গান বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পালা গানের একটি শাখা।
  • চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারী তরিকার পীর সৈয়দ আহমদ উল্লাহর আধ্যাত্মিকতা ও অলৌকিকতা কেন্দ্রিক গানের নাম হচ্ছে মাইজভান্ডারী গান।
  • নৌকা বাইচের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বৈঠা টানার তালে তালে সারি গান গায়। এই গান সিলেট ও ময়মনসিংহ ভাটি অঞ্চলের গান।
  • পালাগান বা কিসসা ময়মনসিংহ ও নেত্রকোণা অঞ্চলের গান। লোকগীতিকা পালা গানের কাহিনী রূপে পরিবেশন হয়ে থাকে।
  • হাওড় অঞ্চলের বিলুপ্ত প্রায় এক প্রকার লোকগীতি ঘেটু গান। ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে মাঝিরা এই গান গাইতো তাই এই গানের নামকরণ করা হয় ঘেটু গান বা ঘাটু গান।
  • সাম্পানের গান চট্টগ্রামের জনপ্রিয় লোকসঙ্গীত। চট্টগ্রাম অঞ্চলে নৌকাকে সাম্পান বলা হয় সাম্পানকে কেন্দ্র করে এই গানের উৎপত্তি হয়।
  • জারি গান ঢাকা-ময়মনসিংহ-সিলেট অঞ্চলের প্রচলিত গান। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে এক ধরনের আহাজারি মূলক সুরে নৃত্য সহযোগে দুইটি দলে বিভক্ত হয়ে পরিবেশিত হয় এই গান।
  • গাজী-কালু-চম্পাবতীর কাহিনী নিয়ে আবর্তিত হয় গাজীর গান। এই গান ফরিদপুর অঞ্চলে উৎপত্তি লাভ করে।
  • ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম ধূপ নৃত্য।
  • বল নৃত্য বাংলাদেশের যশোর জেলার প্রচলিত নৃত্য।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী