হাসন রাজা
✓ হাসন রাজা ১৮৫৪ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাকে 'মরমি কবি' বলা হয়।
✓ হাসন রাজার বিখ্যাত গানের পক্তি-
- "লোকে বলে, বলে রে, ঘর বাড়ী ভালা নায় আমার"
- "মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে"
- "সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল"
- "আঁখি মুজিয়া দেখ রূপরে.........."
- "নেশা লাগিল রে, বাঁকা দু'নয়নে নেশা লাগিল রে"