আব্দুল আলীম

আবদুল আলীম

  • বাংলা লোকসংগীতের অমর শিল্পী আবদুল আলীম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। 
  • তিনি পল্লীগীতি গানের জন্য বহুল জনপ্রিয়। 

তার বিখ্যাত গানগুলো-

  • "নাইয়ারে নায়ের বাদাম তুইলা"
  • "এই যে দুনিয়া কিসেরও লাগিয়া"
  • "সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই"
  • "হলুদিয়া পাখী সোনারও বরণ, পাখিটি ছাড়িল কে"
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী