মুস্তফা মনোয়ার
মুস্তফা মনোয়ার
- ‘মীনা কার্টুনের’ প্রষ্টা মুস্তফা মনোয়ার বাংলাদেশের গুণী একজন চিত্রশিল্পী।
- সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় মীনা কার্টুন তৈরি করা হয়। মীনা কার্টুনের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার জন্য সার্কের পক্ষ থেকে ২৪ সেপ্টেম্বর ‘মীনা দিবস’ ঘোষণা করা হয়।
- ২য় সাফ গেমসের প্রতীক ‘মিশুক’ তার অন্যতম সৃজনশীল সৃষ্টি।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী