বাংলাদেশের কারু ও লোকশিল্প
- বাংলাদেশে তাঁত ও বয়ন শিল্প এর সুনাম বহুকালের। এ দেশের মসলিন ও জামদানির রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। মসলিন মুঘল সম্রাটদের বিলাসের বস্তু ছিল।
- ঢাকাই মসলিনের মতো বিখ্যাত ছিল কুমিল্লার খাদি কাপড়।
- ঢাকার মিরপুরের ১১ ও ১২ নম্বর বেনারশী পল্লী হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
- মৃৎশিল্প সখের হাঁড়ি হচ্ছে মাটির তৈরি পাত্র। রাজশাহীর কতিপয় কুমার পরিবার এটি তৈরি করে।
- শীতলপাটি তৈরি হয় মুর্তা নামক গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে।