পদ্মা সেতু

পদ্মা সেতু

  • ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় পদ্মা সেতুর অবস্থান। 
  • পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি এবং আমেরিকান কনস্ট্রাকশন ফার্ম এইকম এই সেতুর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান। 
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। পদ্মাসেতু বিশ্বের ১২২ তম দীর্ঘতম সেতু। 
  • ডিসেম্বর, ২০১৪ সালে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ শুরু হয়। 
  • সেতুটি উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২ ও যান চলাচলের জন্য চালু হয় ২৬ জুন ২০২২।

 

দৈর্ঘ্য৬.১৫ কি.মি. (৬১৫০ মি.)
প্রস্থ১৮.১০ মিটার
লেন৪টি
পাইল২৪০টি
পিলার৪২টি
স্প্যান৪১টি
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী