সাবমেরিন ক্যাবল
সাবমেরিন ক্যাবল
- Bangladesh Submarine Cable Company Limited-BSCCL রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পাবলিক কোম্পানি যা ২০০৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আত্মপ্রকাশ করে।
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয়। এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের ঝিলংঝায় অবস্থিত।
- SEA-ME-WE-4 ক্যাবলটির আনুমানিক দৈর্ঘ্য ১৮,৮০০ কি.মি.।
- ২০১৭ সালে বাংলাদেশ ২য় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 এ যুক্ত হয়। এই সাবমেরিন ক্যাবলটির ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কুয়াকাটায়।
- বর্তমানে এই দুই কেবল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে।
- বাংলাদেশ সম্প্রতি তৃতীয় সাবমেরিন ক্যাবল হিসেবে SEA-ME-WE-6 এর সাথে যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। এই সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন হবে কক্সবাজার।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী