ইন্টারনেট

ইন্টারনেট

  • ৪ জুন ১৯৯৬ সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। 
  • বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনটির নাম Internet Service Providers Association of Bangladesh (ISPAB)।
  • বাংলাদেশে যশোরকে প্রথম ডিজিটাল জেলা বলা হয়।
  • যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত।
  • সিলেটকে বাংলাদেশের প্রথম 'সাইবার সিটি' বলা হয়।
  • ৯৯৯-এ দেশে জাতীয় জরুরী সেবা প্রদানের নাম্বার।
  • বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিনের নাম পিপীলিকা।
  • বাংলাদেশের প্রথম ই-বুক হলো 'বাংলাদেশ ই-বুক'।
  • ৫ নভেম্বর ২০১২ সালে গুগল বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
  • ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা।
Generationবিশ্বে প্রথম চালুবাংলাদেশে চালু
First Generation (1G)১৯৭৯, জাপান১৯৯৩ সালে
Second Generation (2G)১৯৯১, ফিনল্যান্ড১৯৯৭ সালে
Third Generation (3G)২০০১, জাপান১৪ অক্টোবর ২০১২ সালে
Fourth Generation (4G)২০০৬, দক্ষিণ কোরিয়া১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে
Five Generation (5G)২০১৯, দক্ষিণ কোরিয়া১২ ডিসেম্বর, ২০২১ সালে (পরীক্ষামূলক)
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী