ইন্টারনেট
ইন্টারনেট
- ৪ জুন ১৯৯৬ সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনটির নাম Internet Service Providers Association of Bangladesh (ISPAB)।
- বাংলাদেশে যশোরকে প্রথম ডিজিটাল জেলা বলা হয়।
- যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত।
- সিলেটকে বাংলাদেশের প্রথম 'সাইবার সিটি' বলা হয়।
- ৯৯৯-এ দেশে জাতীয় জরুরী সেবা প্রদানের নাম্বার।
- বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিনের নাম পিপীলিকা।
- বাংলাদেশের প্রথম ই-বুক হলো 'বাংলাদেশ ই-বুক'।
- ৫ নভেম্বর ২০১২ সালে গুগল বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
- ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা।
Generation | বিশ্বে প্রথম চালু | বাংলাদেশে চালু |
First Generation (1G) | ১৯৭৯, জাপান | ১৯৯৩ সালে |
Second Generation (2G) | ১৯৯১, ফিনল্যান্ড | ১৯৯৭ সালে |
Third Generation (3G) | ২০০১, জাপান | ১৪ অক্টোবর ২০১২ সালে |
Fourth Generation (4G) | ২০০৬, দক্ষিণ কোরিয়া | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে |
Five Generation (5G) | ২০১৯, দক্ষিণ কোরিয়া | ১২ ডিসেম্বর, ২০২১ সালে (পরীক্ষামূলক) |
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী