বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ
আজ থেকে হাজার বছরের বেশি সময় আগে সূচিত হয়েছিল বাংলা সাহিত্যের পথচলা। এই দীর্ঘ সময়ে সাহিত্যের গতি ও বৈশিষ্ট্য সমভাবে অগ্রসর হয়নি। অন্য যে কোনো ইতিহাসের মত বাংলা সাহিত্যের ইতিহাসকেও তিন ভাগে ভাগ করা হয়। সাধারণভাবে দুটি ঘটনাকে কেন্দ্র করে এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলো ১২০৪ সালে সংঘটিত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গবিজয়; অপরটি হলো ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে ইংরেজি শিক্ষার সূত্রপাত ও বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা। প্রথমটি মধ্যযুগের, অপরটি আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে বিবেচিত। সাহিত্যের রস বিচারে প্রাচীন যুগ ও মধ্যযুগের ভেতর তেমন একটা পার্থক্য নেই, ভাষার পার্থক্য ছাড়া।
প্র. বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয়?
উ. চর্যাপদের কাল থেকে।
প্র. বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কতভাগে ভাগ করা হয়?
উ. তিন ভাগে।
যুগের নাম | সময়কাল |
প্রাচীন যুগ |
|
মধ্যযুগ | ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত |
আধুনিক যুগ | ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান |
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ Origin and Development of the Bengali Language (ODBL) গ্রন্থে যুগ বিভাগ করেছেন নিম্নোক্তরূপে:
প্র. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি?
উ. চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
প্র. মধ্যযুগকে আবার কয়ভাগে ভাগ করা হয়?
উ. তিন ভাগে।
যুগের নাম | সময়কাল |
প্রাকচৈতন্য যুগ | ১২০১ - ১৫০০ খ্রিস্টাব্দ |
চৈতন্য যুগ | ১৫০১ - ১৬০০ খ্রিস্টাব্দ |
চৈতন্য পরবর্তী যুগ | ১৬০১ - ১৮০০ খ্রিস্টাব্দ |
প্র. মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি?
উ. ৪টি। যথা:
প্র. সাহিত্যে আধুনিক যুগ কবে শুরু হয়?
উ. ১৮০১ থেকে বর্তমান সময় পর্যন্ত। প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয় ১৮৬০ সালের দিকে মাইকেল মধুসূদনের সদর্প আর্বিভাবের মাধ্যমে।
প্র. প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কী?
উ. প্রাচীনযুগে ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ধর্মনির্ভরতা।
প্র. আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কী?
উ. আত্মচেতনা, জাতীয়তাবোধ ও মানবতার জয়জয়কার।