বিখ্যাত কাব্য ও কবিতাসমূহ

বিখ্যাত কাব্য ও কবিতাসমূহ

কবিকাব্য
কাজী নজরুল ইসলামঅগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২): প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 'সন্ধ্যা', 'বিষের বাঁশি', 'প্রলয়শিখা', 'দোলনচাঁপা', 'সঞ্চিতা', 'মরুভাস্কর', 'চিত্তনামা', 'সিন্ধু হিন্দোল', 'চন্দ্রবিন্দু', 'ঝিঙেফুল', 'সাতভাই চম্পা', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'ভাঙার গান', 'ঝড়', 'ফণিমনসা', 'জিঞ্জির', 'ছায়ানট', 'পূবের হাওয়া', 'চক্রবাক'।
সুকুমার রায় আবোল-তাবোল', 'হ-য-ব-র-ল', 'খাই খাই'।
শহীদ কাদরী উত্তরাধিকার', 'তোমাকে অভিবাদন প্রিয়তমা'।
বিষ্ণু দে উর্বশী ও আর্টেমিস', 'চোরাবালি', 'সাত ভাই চম্পা'।
দাউদ হায়দার জন্মই আমার আজন্ম পাপ', 'নারকীয় ভুবনের কবিতা', 'আমি ভাল আছি তুমি'।
নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ'।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিন্তাতরঙ্গিণী'।
আবুল হাসান রাজা যায় রাজা আসে'।
সমর সেন কয়েকটি কবিতা'।
আবদুল কাদির দিলরুবা', 'উত্তর বসন্ত'।
সুরেন্দ্রনাথ মজুমদার মহিলা'।
প্রেমেন্দ্র মিত্র প্রথমা'।
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর স্বপ্নপ্রয়াণ'।

 

 

 

 

 

Reference: