বিখ্যাত কাব্য ও কবিতাসমূহ
কবি | কাব্য |
কাজী নজরুল ইসলাম | অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২): প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 'সন্ধ্যা', 'বিষের বাঁশি', 'প্রলয়শিখা', 'দোলনচাঁপা', 'সঞ্চিতা', 'মরুভাস্কর', 'চিত্তনামা', 'সিন্ধু হিন্দোল', 'চন্দ্রবিন্দু', 'ঝিঙেফুল', 'সাতভাই চম্পা', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'ভাঙার গান', 'ঝড়', 'ফণিমনসা', 'জিঞ্জির', 'ছায়ানট', 'পূবের হাওয়া', 'চক্রবাক'। |
সুকুমার রায় | আবোল-তাবোল', 'হ-য-ব-র-ল', 'খাই খাই'। |
শহীদ কাদরী | উত্তরাধিকার', 'তোমাকে অভিবাদন প্রিয়তমা'। |
বিষ্ণু দে | উর্বশী ও আর্টেমিস', 'চোরাবালি', 'সাত ভাই চম্পা'। |
দাউদ হায়দার | জন্মই আমার আজন্ম পাপ', 'নারকীয় ভুবনের কবিতা', 'আমি ভাল আছি তুমি'। |
নবীনচন্দ্র সেন | পলাশীর যুদ্ধ'। |
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় | চিন্তাতরঙ্গিণী'। |
আবুল হাসান | রাজা যায় রাজা আসে'। |
সমর সেন | কয়েকটি কবিতা'। |
আবদুল কাদির | দিলরুবা', 'উত্তর বসন্ত'। |
সুরেন্দ্রনাথ মজুমদার | মহিলা'। |
প্রেমেন্দ্র মিত্র | প্রথমা'। |
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর | স্বপ্নপ্রয়াণ'। |
কবি ও কবিতা
কবি | কবিতা |
রামনিধি গুপ্ত | স্বদেশী ভাষা |
হরিশ্চন্দ্র মিত্র | বড় কে (তথ্যসূত্র: ৩য় শ্রেণির বাংলা) |
আবদুল কাদির | জয়যাত্রা |
শেখ ফজলল করিম | গায়ের ডাক, স্বর্গ ও নরক |
কৃষ্ণচন্দ্র মজুমদার | মিতব্যয়িতা, সমব্যথি |
কালীপ্রসন্ন ঘোষ | পারিব না |
রজনীকান্ত সেন | স্বাধীনতার সুখ |
সিকান্দার আবু জাফর | বাংলা ছাড়ো, আমাদের সংগ্রাম চলবেই |
মোহাম্মদ মনিরুজ্জামান | শহীদ স্মরণে |
হুমায়ূন কবির | মেঘনায় ঢল |
নির্মলেন্দু গুণ | না প্রেমিক না বিপ্লবী, হুলিয়া, |
সুকুমার বড়ুয়া | একটু খানিএমন যদি হত |
আবুল হোসেন মিয়া | এমন যদি হত |
কবি, কাব্য ও কবিতা
কবি | কাব্য | কবিতা |
মোহিতলাল মজুমদার | স্বপন পসারী', 'হেমন্ত গোধূলি' | বেদুইন |
সত্যেন্দ্রনাথ দত্ত | সবিতা', 'বেনু ও বীণা', 'কুহু ও কেকা' | উত্তম ও অধম, কোন দেশে |
গোবিন্দচন্দ্র দাস | প্রেম ও ফুল', 'মগের মুলুক' | জন্মভূমি |
কামিনী রায় | আলো ও ছায়া', 'দীপ ও ধূপ' | পাছে লোকে কিছু বলে, পরার্থে, সুখ |
যতীন্দ্রমোহন বাগচী | অপরাজিতা', 'নীহারিকা' | কাজলা দিদি |
বন্দে আলী মিয়া | ময়নামতির চর' | আমাদের গ্রাম |
যতীন্দ্রনাথ সেনগুপ্ত | মরীচিকা', 'মরুশিখা', 'মরুমায়া' | ডাক হরকরা |
অক্ষয়কুমার বড়াল | এখা' | মানব বন্দনা |