কোরেশী মাগন ঠাকুর (১৬০০ - ১৬৬০)

রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ও সিদ্দিক বংশজাত কোরেশী মাগন ঠাকুর মধ্যযুগের অন্যতম কবি। তিনি রোসাঙ্গরাজ সাদ উমাদার ও তাঁর পুত্র চন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী ছিলেন। 

 

  • কোরেশী মাগন ঠাকুর আনুমানিক ১৬০০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা (মতান্তরে আরাকান) গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ডাকনাম মাগন। উপাধি: ঠাকুর (আরাকানি রাজাদের সম্মানিত উপাধি)।
  • তাঁর পিতা বড়াই ঠাকুরও আরাকান রাজসভার মন্ত্রী ছিলেন।
  • মহাকবি আলাওল তাঁর পৃষ্ঠপোষকতায় 'পদ্মাবতী' ও 'সয়ফুলমূলক বদিউজ্জামাল' কাব্য রচনা করেন।
  • তিনি ১৬৬০ সালে মারা যান।

 

প্র. কোরেশী মাগন ঠাকুরের কাব্যগ্রন্থের নাম কী? 

উ. 'চন্দ্রাবতী': এটি লোককাহিনী আশ্রিত রোমান্টিক প্রণয়কাব্য।

 

Reference: অগ্রদূত বাংলা