আলওল (১৬০৭ - ১৬৮০)

মহাকবি আলাওল ছিলেন বাঙালি পণ্ডিত কবি। বাংলা সাহিত্যে মধ্যযুগের ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসেবে মুসলমান কবিদের অবদান সর্বজনস্বীকৃত। তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে আরবি, ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নতুন যুগের সূচনা করেন।

  • আলাওল ১৬০৭ সালের দিকে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম/ফরিদপুরের ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন।
  • আলাওলের পিতা ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুবের আমাত্য ছিলেন। জলপথে ফতেয়াবাদ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন এবং ঘটনাস্থলে তাঁর পিতা মৃত্যুবরণ করেন। তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়ে আরাকান রাজ্যে উপস্থিত হন।
  • আলাওল আরাকানে প্রথমে রাজদেহরক্ষী অশ্বারোহী পরে সেনাবাহিনীর চাকরিতে নিয়োজিত ছিলেন।
  • আরাকানের প্রধান অমাত্য মাগন ঠাকুর আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন।
  • তিনি 'লোরচন্দ্রাণী ও সতীময়না' (১৬৫৯) কাব্যের ৩য় খণ্ড রচনা করেন। ১ম ও ২য় খণ্ড রচনা করেন দৌলত কাজী।
  • তিনি ১৬৮০ সালে মারা যান।

 

প্র. 'পদ্মাবতী' কাব্য সম্পর্কে লিখ। (১০/১৩তম বিসিএস লিখিত)

উ. 'পদ্মাবতী' (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য। এ কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ্য রূপ, ভাবের গভীরতা, ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে 'পদ্মাবতী'কে আলাওলের শ্রেষ্ঠ রচনা বলা হয়। এ কাব্যের বিখ্যাত পক্তি- 'তাম্বুল রাতুল হৈল অধর পরশে।'

প্র. আলাওলের কাব্যসমূহ কী কী? (২৫তম বিসিএস লিখিত)

গ্রন্থপ্রকাশকালউৎসপৃষ্ঠপোষক
পদ্মাবতী ১৬৪৮পদুমাবৎ (মালিক মুহম্মদ জায়সী)কোরেশী মাগন ঠাকুর
রত্তনকলিকা আনন্দবর্মা১৬৫৯মৌলিক (লোরচন্দ্রাণী ও সতীময়নার উত্তরাংশ)শ্রীমন্ত সোলেমান
তোহফা (নীতিকাব্য)১৬৬৪তুহফ-ই নসাঈহ (ইউসুফ গদা)
হপ্তপয়কর১৬৬৫হপ্তপয়কর (নিজামী)সৈয়দ মুহম্মদ খান
সয়ফুলমুলুক বদিউজ্জামাল১৬৬৯সয়ফুলমুলুক বদিউজ্জামাল (গাওয়াসী)মাগন ঠাকুর
সিকান্দরনামা ১৬৭৩সিকান্দরনামা (নিজামী)নবরাজ মজলিস
রাগতালনামামৌলিক  
পদাবলীমৌলিক  
শিরী খুসরুমৌলিক  
    
Reference: অগ্রদূত বাংলা