ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২ - ১৭৬০)

অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। সংস্কৃত, আরবি, ফারসি ও হিন্দুস্তানি ভাষার সংমিশ্রণে আশ্চর্য নতুন এক... ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতায় নিপুণ ছন্দপ্রয়োগ ছিল তাঁর কাব্যের বৈশিষ্ট্য।

  • ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে হাওড়া জেলার ভুরশুট পরগণার পেঁড়ো (পান্ডুয়া) গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।
  • তিনি মাত্র ১৫ বছর বয়সে 'সত্যনারায়ণের পাঁচালী' (১৭২৭) রচনা করেন।
  • তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। (১৩তম বিসিএস লিখিত)
  • তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায়গুণাকর' উপাধি দেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং মঙ্গলযুগের শেষ কবি হিসেবে পরিচিত।
  • ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের 'শেষ বড় কবি' বলা হয়।
  • তিনি অন্নদামঙ্গল ধারার প্রধান কবি।
  • তিনি ১৭৬০ সালে মারা যান। তাঁর মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে।

 

প্র. অন্নদামঙ্গল কাব্য কয় খণ্ডে বিভক্ত ও কার বন্দনা আছে?

উ. ৩টি খণ্ডে। এতে দেবী অন্নদার বন্দনা আছে।

প্র. ভারতচন্দ্র রায়গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন?/৩৬তম বিসিএস লিখিত।

উ. অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচিত তাঁর শ্রেষ্ঠ কীর্তি 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য। তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র 'রায়গুণাকর' উপাধি প্রদান করেন। ভারতচন্দ্র বাংলা সাহিত্যের কাব্যে ছন্দ ও ধ্বনি ব্যঞ্জনার এক নতুন রীতি প্রবর্তন করেন। ভাষার লালিত্যে, ছন্দের ঝঙ্কারে এবং অলঙ্কার ব্যবহারের নৈপুণ্যে তাঁর কাব্যসমূহ বিদগ্ধ মহলে সমাদৃত।

প্র. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এ বিখ্যাত উক্তিটি কার?

উ. ভারতচন্দ্র রায়গুণাকর রচিত বিখ্যাত 'অন্নদামঙ্গল' কাব্যে'র চরিত্র ঈশ্বরী পাটনীর।

প্র. ভারতচন্দ্র রায়গুণাকরের সাহিত্যকর্মসমূহ কী কী? ২০/১১তম বিসিএস লিখিত)

উ. ভারতচন্দ্র রায়গুণাকরের সাহিত্যকর্মসমূহ:

  • 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩): এটি তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন। কাব্যটি তাঁর শ্রেষ্ঠ কীর্তি। এ কাব্যের দ্বিতীয় অংশ 'বিদ্যাসুন্দর'।
  • 'সত্য পীরের পাঁচালী' (১৭৩৭-৩৮): এটি তাঁর রচিত অন্যতম গ্রন্থ।
  • 'রসমঞ্জরী', 'নাগাষ্টক', 'গঙ্গাষ্টক', 'চণ্ডীনাটক' (নাটক)।

 

বিখ্যাত উক্তি

• 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।'

• 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'

• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।'

• 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।'

• 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ।'

• 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল।'

 

 

 

Reference: অগ্রদূত বাংলা