মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬)

মুক্তবুদ্ধি চর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে খ্যাত মোতাহের হোসেন চৌধুরী। তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তাঁর প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।

 

  • মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
  • তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 
  • তাঁর 'রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস' প্রবন্ধটি 'শিখা'র পঞ্চম বর্ষে প্রকাশিত হয়। 
  • তিনি ১৮ সেপ্টেম্বর, ১৯৫৬ সালে চট্টগ্রামে মারা যান।

 

প্র. তাঁর রচিত গদ্যগ্রন্থগুলোর নাম কী? 

উ. 'সংস্কৃতি-কথা' (১৯৫৮): তিনি এ প্রবন্ধে সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ প্রদান করেছেন এবং সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন। এ গ্রন্থের বিখ্যাত উক্তি- 'ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' 

'সভ্যতা' (১৯৬৫): এটি ক্লাইভ বেল এর Civilization গ্রন্থের ভাবানুবাদ। 

'সুখ' (১৯৬৮): এটি বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের ভাবানুবাদ।

Reference: অগ্রদূত বাংলা