আবু ইসহাক (১৯২৬ - ২০০৩)

প্রখ্যাত ঔপন্যাসিক আবু ইসহাক ছিলেন জীবনসন্ধানী লেখক। তাঁর রচনার মূল বিষয় ছিল বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনচিত্র, যা তিনি নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করেছেন।

 

  • আবু ইসহাক ১ নভেম্বর, ১৯২৬ সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।
  • মাত্র ১৪ বছর বয়সে ১৯৪০ সালে ‘রসের জলসায়’ গল্পটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়।
  • ১ নভেম্বর, ১৯৮৪ সালে এনএসআই এর খুলনা বিভাগের প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন।
  • তিনি বাংলা একাডেমির ‘সমকালীন বাংলা ভাষার অভিধান’ (১৯৯৩) সম্পাদনা করেন।
  • তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৩), একুশে পদক (১৯৯৭) পান।
  • চাকরি জীবনের শেষ পর্যায়ে খুলনার খালিশপুর এলাকায় ‘সূর্যদীঘল বাড়ি’ নামে একটি বাড়ি নির্মাণ করেন।
  • তিনি ১৬ ফেব্রুয়ারি, ২০০৩ সালে ঢাকায় মারা যান।

 

 

Reference: অগ্রদূত বাংলা