আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪ - ২০০১)

আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশ দশকের অন্যতম কবি হিসেবে খ্যাত। তাঁর কবিতায় আবহমান বাংলার ছবি পাওয়া যায়। তাঁর কবিতার সূচনা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং বিকাশ ঘটে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক জনজীবনের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্ন-বাস্তবতাকে কেন্দ্র করে।

✓ আবু জাফর ওবায়দুল্লাহ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ সালে বাংলা একাডেমি চরিতাভিধান। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।

✓ তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এরশাদ সরকারের কৃষি মন্ত্রী ছিলেন।

✓ রাশেদ খান মেনন তাঁর ভাই এবং সেলিমা রহমান একমাত্র বোন।

✓ 'পদাবলি' নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

✓ তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯), একুশে পদক (১৯৮৫) পান।

✓ তিনি ১৯ মার্চ, ২০০১ সালে মারা যান।

সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান।

Reference: অগ্রদূত বাংলা