বাংলাদেশের উপন্যাসে নারী ভাবমূর্তি সৃষ্টিতে বিশেষ অবদান রাখেন রাজিয়া খান। পঞ্চাশের দশকে সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ও প্রগতিবাদী লেখিকা হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
- রাজিয়া খান ১৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
- প্রকৃত নাম রাজিয়া আমিন খান।
- তিনি অবজারভার পত্রিকায় 'কালচার কেটল' শিরোনামে নিয়মিত ব্যঙ্গ কলাম লিখতেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৯৭) পান।
- তিনি ২৮ ডিসেম্বর, ২০১১ সালে ঢাকায় মারা যান।