শহীদ কাদরী (১৯৪২ - ২০১৬)

স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি শহীদ কাদরী।

বাংলা কবিতার পঞ্চাশ দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় তাঁর কাব্যগ্রন্থসমূহে। ১৯৪৭ পরবর্তী বাঙালি কবিদের তিনি নাগরিক জীবন সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন।

✓ শহীদ কাদরী ১৪ আগস্ট, ১৯৪২ খ্রিষ্টাব্দে কলকাতার পার্কস্ট্রিটে জন্মগ্রহণ করেন।

✓ শহীদ কাদরী মূলত ষাটের দশকের কবি ছিলেন।

✓ তাঁর প্রথম কবিতা 'এই শীতে' বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় প্রকাশিত হয় এবং সেদিনই তাঁর মা মৃত্যুবরণ করেন।

✓ তিনি ১৯৭৩ সালে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' এবং ২০১১ সালে 'একুশে পদক' লাভ করেন।

✓ তিনি ২৮ আগস্ট, ২০১৬ খ্রিষ্টাব্দে নিউইয়র্কের হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তাঁর শেষ ইচ্ছানুযায়ী ঢাকায় সমাহিত করা হয়।

Reference: অগ্রদূত বাংলা