আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩ - ২০১০)

বহুমুখী প্রতিভার অধিকারী, জগন্নাথ কলেজের সাবেক অধ্যাপক আবদুল মান্নান সৈয়দ ছিলেন বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, নাট্যকার, গবেষক ও সাহিত্য সম্পাদক। রবীন্দ্রোত্তরকালে বাংলা সমালোচনা সাহিত্যে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশের প্রধান কবিদের সবাই যখন 'জাতীয় কবিতা পরিষদ' গঠন করে এরশাদের বিরুদ্ধে লেখনী ধারণ করেন, তখন তিনি এরশাদের আয়োজনে অনুষ্ঠিত 'এশীয় কবিতা উৎসব'- এ একাধিকবার যোগদান করেন। জনশ্রুতি আছে, এরশাদ ঐ সময় যে কবিতাগুলি নিজের নামে দৈনিক পত্রিকায় প্রকাশ করতেন সেগুলোর রচয়িতা ছিলেন আবদুল মান্নান সৈয়দ।

  • আবদুল মান্নান সৈয়দ ৩ আগস্ট, ১৯৪৩ সালে পশ্চিমবঙ্গের  চব্বিশ পরগণার ইছামতি নদীর তীরে জালালপুর গ্রামে  জন্মগ্রহণ করেন। 
  • দেশ বিভাগের পর ঢাকার কুলি রোডে     (বর্তমান গ্রীন রোড) স্থায়ীভাবে বসবাস করেন।
  • তিনি 'অশোক সৈয়দ' ছদ্মনামে লিখতেন এবং 'পরাবাস্তব     কবি' হিসেবে খ্যাত।  
  • তিনি ছিলেন বাংলাদেশের প্রথম 'পোয়েট ইন রেসিডেন্ট'।
  • তিনি কবি জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামের উপর     গবেষণার প্রবাদ পুরুষ হিসেবে খ্যাত।
  • ১৯৫৯ সালে ইত্তেফাক পত্রিকার সাহিত্য বিভাগে 'সোনার হরিণ' কবিতা প্রকাশের মাধ্যমে কবিতার জগতে আত্মপ্রকাশ করেন।
  • তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৮১), 'নজরুল  পুরস্কার' (১৯৯৮), 'নজরুল পদক' (২০০১) ও একুশে পদক পান।
  • তিনি ৫ সেপ্টেম্বর, ২০১০ সালে মারা যান।
Reference: অগ্রদূত বাংলা