প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আজাদ ছিলেন প্রথাবিরোধী লেখক। ধর্মীয় মৌলবাদীদের মুখোশ উম্মোচন, লৈঙ্গিক বৈষম্যে বিশ্বাসহীন, রাজনৈতিক অসাম্যের প্রতি শ্লেষ এবং সমালোচনামূলক বক্তব্যের জন্য আশির দশক থেকে পাঠকগোষ্ঠীর ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেন।
✓ হুমায়ুন আজাদ ২৮ এপ্রিল, ১৯৪৭ খ্রিষ্টাব্দে বিক্রমপুরের রাঢ়িখালে জন্মগ্রহণ করেন।
✓ পিতৃপ্রদত্ত নাম হুমায়ুন কবির। ২৮ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে নাম পরিবর্তন করে হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন। তিনি আমৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক ছিলেন।
✓ তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৮৬), 'একুশে পদক' (২০১২, মরণোত্তর) লাভ করেন।
✓ ২৭ ফেব্রুয়ারি, ২০০৪ সালে বাংলা একাডেমি বইমেলা থেকে ফেরার পথে ঘাতকদের হামলার শিকার হন। সুস্থ হয়ে ৭ আগস্ট, ২০০৪ সালে বিখ্যাত কবি হাইনরিশ হাইনের ওপর গবেষণা বৃত্তি নিয়ে জার্মানী গমন করেন।
✓ তিনি ১১ আগস্ট, ২০০৪ খ্রিষ্টাব্দে জার্মানির মিউনিখে মৃত্যুবরণ করেন। ১২ আগস্ট তার রুম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।