সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত নারী ঔপন্যাসিক।
সমকালের সামাজিক ও রাজনৈতিক সংকটের সামগ্রিকতা তাঁর উপন্যাসের মূল বিষয়। অবরুদ্ধ সমাজের মানুষের মুক্তিচিন্তা ও মুক্তির আকুতিকে তাঁর লেখনীতে ফুটিয়ে তুলেছেন।
✓ সেলিনা হোসেন ১৪ জুন, ১৯৪৭ খ্রিষ্টাব্দে রাজশাহী শহরের সিরোইলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রাম।
✓ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকার ‘পূবালী’ পত্রিকায় তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়।
✓ তিনি ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি বাংলা একাডেমির পরিচালক নিযুক্ত হন এবং ২০০৪ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
✓ তিনি ২০১৪ সালে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান।
✓ বাংলা একাডেমির ‘ধান শালিকের দেশ’ পত্রিকাটি প্রায় ২০ বছর সম্পাদনা করেন।
✓ তিনি ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭) লাভ করেন।