ইমদাদুল হক মিলন ( ১৯৫৫ - )

বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। তিনি গল্প, উপন্যাস ও নাটক- এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়ে যাচ্ছেন। তিনি সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় 'সজনী' নামে ছোট গল্পের মাধ্যমে পাঠকের দৃষ্টি আকর্ষণ এবং 'কিশোর বাংলা' পত্রিকায় শিশুতোষ গল্প লিখে সাহিত্যজগতে প্রবেশ করেন।

  • ইমদাদুল হক মিলন ৮ সেপ্টেম্বর, ১৯৫৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। 
  • পৈতৃক নিবাস- লৌহজং থানার পয়সা গ্রামে। 
  • বর্তমানে তিনি 'কালের কণ্ঠ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 
  • তিনি ১৯৯২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। 
Reference: অগ্রদূত বাংলা