রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা প্রভৃতি তাঁর কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে।
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ অক্টোবর, ১৯৫৬ খ্রিষ্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন।
- পৈতৃক বাড়ী বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালী গ্রামে।
- সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠন 'জাতীয় কবিতা পরিষদ' এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম-সম্পাদক ছিলেন।
- সম্মিলিত সাংস্কৃতিক জোট' প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা।
- বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার স্ত্রী। (বিবাহ-১৯৮১, বিচ্ছেদ-১৯৮৮)
- তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত।
- তিনি ২১ জুন, ১৯৯১ সালে মারা যান।