প্র. বাসবত্রাস কে?
উ. বাসবত্রাস হলেন মেঘনাদ।
প্র. 'বিধু' শব্দের অর্থ কী?
উ. 'বিধু' শব্দের অর্থ চাঁদ।
প্র. 'স্থাণু' অর্থ কী?
উ. 'স্থাণু' অর্থ নিশ্চল।
প্র. 'অরিন্দম' কে?
উ. 'অরিন্দম' বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে।
প্র. বিভীষণের মায়ের নাম কী?
উ. বিভীষণের মায়ের নাম নিকষা।
প্র. লক্ষ্মণের মায়ের নাম কী?
উ. লক্ষ্মণের মায়ের নাম সুমিত্রা।
প্র. 'নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা' - উক্তিটি কার?
উ. ''নির্গুণ স্বজন শ্রেয়ঃ পরঃ পরঃ সদা' উক্তিটি মেঘনাদের।
প্র. রাবণের জ্যেষ্ঠ পুত্রের নাম কী?
উ. রাবণের জ্যেষ্ঠ পুত্রের নাম মেঘনাদ।
প্র. মেঘনাদের বাবার নাম কী?
উ. মেঘনাদের বাবার নাম রাবণ।
প্র. কাকে রাবণি বলা হয়েছে?
উ. মেঘনাদকে রাবণি বলা হয়েছে।
প্র. বাসববিজয়ী বলা হয় কাকে?
উ. বাসববিজয়ী বলা হয় মেঘনাদকে।
প্র. ইন্দ্রের অপর নাম কী?
উ. ইন্দ্রের অপর নাম বাসব।
প্র. ইন্দ্রজিৎ বলা হয় কাকে?
উ. ইন্দ্রজিৎ বলা হয় মেঘনাদকে।
প্র. মেঘনাদ কোথায় অবস্থান করছিল?
উ. মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে অবস্থান করছিল।
প্র. যুদ্ধযাত্রার প্রাক্কালে মেঘনাদ কার পূজারত ছিল?
উ. যুদ্ধযাত্রার প্রাক্কালে মেঘনাদ অগ্নিদেবের পূজারত ছিল।
প্র. লক্ষ্মণ কার আনুকূল্যে যজ্ঞাগারে প্রবেশ করে?
উ. লক্ষ্মণ মায়া দেবীর আনুকূল্যে যজ্ঞাগারে প্রবেশ করে।
প্র. লক্ষ্মণ কার সহায়তায় যজ্ঞাগারে প্রবেশ করে?
উ. লক্ষ্মণ বিভীষণের সহায়তায় যজ্ঞাগারে প্রবেশ করে।
প্র. বিভীষণের রক্ষঃশ্রেষ্ঠ সহোদর কে?
উ. বিভীষণের রক্ষঃশ্রেষ্ঠ সহোদর হলেন রাবণ।
প্র. রাবণের কনিষ্ঠ সহোদরের নাম কী?
উ. রাবণের কনিষ্ঠ সহোদরের নাম বিভীষণ।
প্র. বিভীষণ মেঘনাদের কী হয়?
উ. বিভীষণ মেঘনাদের কাকা (চাচা) হয়।
প্র. রাম-রাবণ যুদ্ধে কে স্বপক্ষ ত্যাগ করেছিল?
উ. রাম-রাবণ যুদ্ধে বিভীষণ স্বপক্ষ ত্যাগ করেছিল।
প্র. 'রক্ষোরথি' বলে সম্বোধন করা হয়েছে কাকে?
উ. 'রক্ষোরথি' বলে সম্বোধন করা হয়েছে বিভীষণকে।
প্র. মেঘনাদ কাকে 'মহারথী' বলে সম্বোধন করেছে?
উ. মেঘনাদ বিভীষণকে 'মহারথী' বলে সম্বোধন করেছে।
প্র. মহারথীপ্রথা কী?
উ. মহারথীপ্রথা হলো শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা।
প্র. কুম্ভকর্ণের মায়ের নাম কী?
উ. কুম্ভকর্ণের মায়ের নাম নিকষা।
প্র. শূলীশম্ভুনিভ বলা হয়েছে কাকে?
উ. শূলীশম্ভুনিভ বলা হয়েছে কুম্ভকর্ণকে।
প্র. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রামানুজ কে?
উ. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রামানুজ হলো লক্ষ্মণ।
প্র. মেঘনাদ কাকে নরাধম বলে অভিহিত করেছে?
উ. মেঘনাদ লক্ষ্মণকে নরাধম বলে অভিহিত করেছে।
প্র. রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান কে?
উ. রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্র।
প্র. রাঘবদাস কে?
উ. রাঘবদাস হলো বিভীষণ।
প্র. বিভীষণ নিজেকে কোন পথগামী বলে দাবি করেছেন?
উ. বিভীষণ নিজেকে ধর্মপথগামী বলে দাবি করেছেন।
প্র. কে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিত্ব বলি দিয়েছে?
উ. বিভীষণ জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিত্ব বলি দিয়েছে।
প্র. 'নির্ভণ স্বজন শ্রেয়ঃ' মেঘনাদ কার প্রতি এ উক্তি করেছে?
উ. 'নির্গুণ স্বজন শ্রেয়ঃ' মেঘনাদ বিভীষণের প্রতি এ উক্তি করেছে।
প্র. 'আহবে' শব্দের অর্থ কী?
উ. 'আহবে' শব্দের অর্থ যুদ্ধে।
প্র. 'জীমূতেন্দ্র' শব্দের অর্থ কী?
উ. 'জীমূতেন্দ্র' শব্দের অর্থ মেঘের ডাক।
প্র. 'তেই' শব্দের অর্থ কী?
উ. 'তেই' শব্দের অর্থ তজ্জন্য বা সেহেতু।
প্র. 'ধীমান' শব্দের অর্থ কী?
উ. 'ধীমান' শব্দের অর্থ জ্ঞানী।
প্র. 'মৃগেন্দ্রকেশরী' শব্দের অর্থ কী?
উ. 'মৃগেন্দ্রকেশরী' শব্দের অর্থ কেশরযুক্ত পশুরাজ সিংহ।
প্র. 'প্রগলভে' অর্থ কী?
উ. 'প্রগলভে' অর্থ নির্ভীকচিত্তে।
প্র. 'বিভীষণের প্রতি মেঘনাদ' 'মেঘনাদবধ কাব্যের' কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?
উ. 'বিভীষণের প্রতি মেঘনাদ' 'মেঘনাদবধ কাব্যে'র ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে।