প্রশ্ন: 'কমলাকান্তের দপ্তর' কী জাতীয় সংকলন?
উত্তর: এটি একটি রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন।
প্রশ্ন: 'নৈয়ায়িক' শব্দের অর্থ কী?
উত্তর: ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি।
প্রশ্ন: 'বিড়াল' রচনায় পরম ধর্ম বলা হয়েছে কোনটিকে?
উত্তর: পরোপকারকে।
প্রশ্ন: ‘লাঙ্গুল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘লাঙ্গুল’ শব্দের অর্থ লেজ।
প্রশ্ন: ‘বিড়াল’ প্রবন্ধে দুধ দুহিয়াছে কে?
উত্তর: ‘বিড়াল’ প্রবন্ধে দুধ দুহিয়াছে প্রসন্ন।
প্রশ্ন: ‘মার্জার’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মার্জার’ শব্দের অর্থ বিড়াল।
প্রশ্ন: চোর অপেক্ষা শতগুণে দোষী কে?
উত্তর: চোর অপেক্ষা শতগুণে দোষী কৃপণ ধনী।
প্রশ্ন: বিড়াল কী অনুসারে হাঁড়ি খাওয়ার কথা বিবেচনা করবে?
উত্তর: বিড়াল ক্ষুধানুসারে হাঁড়ি খাওয়ার কথা বিবেচনা করবে।
প্রশ্ন: ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে কী বলা হয়?
উত্তর: ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে ‘নৈয়ায়িক’ বলা হয়।
প্রশ্ন: কে বিড়ালকে মারার জন্যে ধাবমান হলো?
উত্তর: কমলাকান্ত বিড়ালকে মারার জন্য ধাবমান হলো।
প্রশ্ন: কমলাকান্তের কীসের নেশা ছিল?
উত্তর: কমলাকান্তের আফিং এর নেশা ছিল।
প্রশ্ন: কমলাকান্ত শোবার ঘরে কীসের ওপর বসে হুঁকা হাতে ঝিমাচ্ছিলেন?
উত্তর: কমলাকান্ত শোবার ঘরে চারপায়ীর ওপর বসে হুঁকা হাতে ঝিমাচ্ছিলেন।
প্রশ্ন: কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কোন যুদ্ধ নিয়ে ভাবছিলেন?
উত্তর: কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন।
প্রশ্ন: কার ক্ষুধা কেউ বোঝে না?
উত্তর: দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না।
প্রশ্ন: ‘বিড়াল’ রচনায় কাকে সুবিচারক বলা হয়েছে?
উত্তর: ‘বিড়াল’ রচনায় বিড়ালকে সুবিচারক বলা হয়েছে।
প্রশ্ন: ‘বিড়াল’ রচনায় বিড়াল চুরি করে কী খেয়েছে?
উত্তর: ‘বিড়াল’ রচনায় বিড়াল চুরি করে দুধ খেয়েছে।
প্রশ্ন: কমলাকান্ত নিজেকে কার সাথে তুলনা করেছিলেন?
উত্তর: কমলাকান্ত নিজেকে নেপোলিয়নের সাথে তুলনা করেছিলেন।
প্রশ্ন: ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হয়েছিলেন?
উত্তর: ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন ডিউক অব ওয়েলিংটনের কাছে পরাজিত হয়েছিলেন।
প্রশ্ন: ‘তোমাদের ক্ষুৎপিপাসা আছে আমাদের কী নাই?’- প্রশ্নটি কার?
উত্তর: ‘তোমাদের ক্ষুৎপিপাসা আছে আমাদের কী নাই?’- প্রশ্নটি বিড়ালের।
প্রশ্ন: বিড়ালের মতে, মনুষ্যজাতির রোগ কোনটি?
উত্তর: বিড়ালের মতে, মনুষ্যজাতির রোগ হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া।
প্রশ্ন: কমলাকান্তের মতে, কী ব্যতীত সমাজের উন্নতি নাই?
উত্তর: কমলাকান্তের মতে, সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই।
প্রশ্ন: মার্জারী পণ্ডিতের কথাগুলো কেমন?
উত্তর: মার্জারী পণ্ডিতের কথাগুলো ভারি সোশিয়ালিস্টিক।
প্রশ্ন: ‘বিড়াল’ রচনায় ‘পতিত আত্মা’ বলা হয়েছে কাকে?
উত্তর: ‘বিড়াল’ রচনায় ‘পতিত আত্মা’ বলা হয়েছে বিড়ালকে।
প্রশ্ন: ‘ভার্যা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ভার্যা’ শব্দের অর্থ স্ত্রী।
প্রশ্ন: কাকে কস্মিনকালেও কেউ বোঝাতে পারে না?
উত্তর: বিচারক বা নৈয়ায়িককে কস্মিনকালেও কেউ বোঝাতে পারে না।
প্রশ্ন: বিজ্ঞ লোকের মতে, বিচারে পরাস্ত হলে কী করতে হয়?
উত্তর: বিজ্ঞ লোকের মতে, বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয়।
প্রশ্ন: ‘বিড়াল’ প্রবন্ধে কার ভাণ্ডার ঘরের কথা উল্লেখ রয়েছে?
উত্তর: ‘বিড়াল’ প্রবন্ধে নসীরাম বাবুর ভাণ্ডার ঘরের কথা উল্লেখ রয়েছে।
প্রশ্ন: কমলাকান্ত অনেক অনুসন্ধানে কী আবিষ্কার করে মার্জারীর প্রতি ধাবমান হলেন?
উত্তর: কমলাকান্ত অনেক অনুসন্ধানে একটি ভগ্ন যষ্টি আবিষ্কার করে মার্জারীর প্রতি ধাবমান হলেন।
প্রশ্ন: ধনীর কীসের দণ্ড নেই বলে মার্জারী অভিযোগ করেছে?
উত্তর: ধনীর কার্পণ্যের দণ্ড নেই বলে মার্জারী অভিযোগ করেছে।
প্রশ্ন: ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর: ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৮১৫ সালে।
প্রশ্ন: ‘যষ্টি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘যষ্টি’ শব্দের অর্থ লাঠি।
প্রশ্ন: নেপোলিয়ন কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন: ‘মার্জার’ কোন শব্দ?
উত্তর: ‘মার্জার’ তৎসম বা সংস্কৃত শব্দ।
প্রশ্ন: ‘বিড়াল’ রচনার একটি প্রবাদবাক্য লিখুন।
উত্তর: ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।