প্র. 'ঐকতান' শব্দের অর্থ কী?
উ. 'ঐকতান' শব্দের অর্থ সমন্বয়।
প্র. 'ঐকতান' কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ. 'ঐকতান' কবিতাটি প্রথমে 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়।
প্র. 'প্রবাসী' পত্রিকার কোন সংখ্যায় 'ঐকতান' কবিতাটি প্রকাশিত হয়?
উ. 'প্রবাসী' পত্রিকার ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় 'ঐকতান' কবিতাটি প্রকাশিত হয়।
প্র. 'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?
উ. 'ঐকতান' কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
প্র. 'উদবারি' অর্থ কী?
উ. 'উদবারি' অর্থ ওপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও।
প্র. 'ঐকতান' কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উ. 'ঐকতান' কবিতাটি 'জন্মদিনে' কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্র. 'ঐকতান' কবিতার কবির মনে কীসের দীনতা?
উ. 'ঐকতান' কবিতার কবির মনে জ্ঞানের দীনতা।
প্র. কাদের ওপর নির্ভর করে জীবন-সংসার এগিয়ে চলে?
উ. শ্রমজীবী মানুষের ওপর নির্ভর করে জীবন-সংসার এগিয়ে চলে।
প্র. কবি সমাজের উচ্চ মঞ্চের কোথায় বসেছেন?
উ. কবি সমাজের উচ্চ মঞ্চের সংকীর্ণ বাতায়নে বসেছেন।
প্র. কবি জীবনের সাথে কী যোগ করতে বলেছেন?
উ. কবি জীবনের সাথে জীবন যোগ করতে বলেছেন।
প্র. 'ঐকতান' কবিতায় বর্ণিত 'ভিক্ষালব্ধ ধন' সংগ্রহ করেন কে?
উ. 'ঐকতান' কবিতায় বর্ণিত 'ভিক্ষালব্ধ ধন' সংগ্রহ করেন কবি।
প্র. 'সর্বত্রগামী' অর্থ কী?
উ. 'সর্বত্রগামী' অর্থ হলো সব জায়গায় যাওয়া যায় এমন।
প্র. কবির স্বরসাধনায় কী রয়ে গেছে?
উ. কবির স্বরসাধনায় বহুতর ফাঁক রয়েছে।
প্র. কবি অকপটে কী মেনে নিয়েছেন?
উ. কবি অকপটে নিজের সুরের অপূর্ণতা মেনে নিয়েছেন।
প্র. 'ঐকতান' কবিতাটি কবির কোন ধরনের রচনা?
উ. 'ঐকতান' কবিতাটি কবির আত্মসমালোচনামূলক রচনা।
প্র. কবি সবার সঙ্গ লাভের সাথে আর কী লাভ করেন?
উ. কবি সবার সঙ্গ লাভের সাথে আনন্দ লাভ করেন।
প্র. কবিরা কীসের জন্যে কবিতা রচনা করেন?
উ. কবিরা রস সৃষ্টির জন্যে কবিতা রচনা করেন।
প্র. কাছে থেকে দূরে যারা, কবি তাদের কী শোনাতে চেয়েছেন?
উ. কাছে থেকে দূরে যারা, কবি তাদের বাণী শোনাতে চেয়েছেন।