আহবান রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. 'আহ্বান' গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

উ. 'আহ্বান' গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি  থেকে সংকলিত।  

প্র. 'আহ্বান' গল্পের বুড়িকে কে মা বলে ডাকে?  

উ. 'আহ্বান' গল্পের বুড়িকে হাজরা ব্যাটার বউ মা বলে ডাকে।  

প্র. 'আহ্বান' গল্পে লেখক বুড়িকে প্রথম কোথায় দেখেছিলেন?  

উ. 'আহ্বান' গল্পে লেখক বুড়িকে প্রথম দেখেছিলেন  আমবাগানের মধ্যে একটি আম গাছের ছায়ায়।  

প্র. 'আহ্বান' গল্পের গল্পকথক দীর্ঘদিন পর প্রথম গ্রামে গেলে  তাকে দেখে কে খুব খুশি হয়?  

উ.'আহ্বান' গল্পের গল্পকথক দীর্ঘদিন পর প্রথম গ্রামে গেলে  তাকে দেখে চক্কোত্তি মশায় খুব খুশি হয়।

প্র. চকোত্তি গল্পকথককে গ্রামে কী তৈরি করতে বললেন?

উ. চক্কোত্তি মশাই গল্পকথককে গ্রামে বাড়িঘর তৈরি করতে বললেন।

প্র. বৃদ্ধা নড়ি ঠকঠক করতে করতে কোথায় যাচ্ছিল?

উ. বৃদ্ধা নড়ি ঠকঠক করতে করতে বাজারে যাচ্ছিল।

প্র. 'আহ্বান' গল্পের বুড়ির স্বামী পেশায় কী ছিলেন?

উ. 'আহ্বান' গল্পের বুড়ির স্বামী পেশায় করাতি ছিলেন।

প্র. কে বুড়িকে ভাত দেয় না?

উ. নাত-জামাই বুড়িকে ভাত দেয় না।

প্র. গল্পকথক গ্রামে কার বাড়িতে থাকেন?

উ. গল্পকথক গ্রামে এক জ্ঞাতি খুড়োর বাড়িতে থাকেন।

প্র. গল্পকথকের খাবার দুধ কোথা থেকে আসে?

উ. গল্পকথকের খাবার দুধ খুঁটি গোয়ালিনীর কাছ থেকে আসে।

প্র. গল্পকথকের জন্যে বুড়িকে কে দুধ দিয়েছিল?

উ. গল্পকথকের জন্যে বুড়িকে হাজরার বউ দুধ দিয়েছিল।

প্র. কে বুড়িকে খাবার না দিয়ে খায় না?

উ. হাজরার বউ বুড়িকে খাবার না দিয়ে খায় না।

প্র. হাজরার বউ কী কাজ করত?

উ. হাজরার বউ ধান ভানার কাজ করত।

প্র. গল্পকথক কোন মাসে তৃতীয়বার গ্রামে এলেন?

উ. গল্পকথক আশ্বিন মাসে তৃতীয়বার গ্রামে এলেন।

প্র. 'আহ্বান' গল্পে বুড়ি কীসের ওপর শুয়েছিল?

উ. 'আহ্বান' গল্পে বুড়ি মাদুরের ওপর শুয়েছিল।

প্র. নিজের মৃত্যুর পরে বুড়ি গোপালকে কী কিনে দেওয়ার অনুরোধ করে?

উ. বুড়ি মরলে গোপালকে কাফনের কাপড় কিনে দেওয়ার অনুরোধ করে।

প্র. শেষবারে গ্রামে ঢুকতেই গল্পকথকের কার সাথে দেখা হয়?

উ. শেষবারে গ্রামে ঢুকতেই গল্পকথকের দিগম্বরীর সাথে দেখা হয়।

প্র. দিগম্বরী কে?

উ. দিগম্বরী পরশু সর্দারের বৌ।

প্র. বুড়ি মরার সময় বার বার কার নাম উচ্চারণ করেছিল?

উ. বুড়ি মরার সময় বার বার গোপালের নাম উচ্চারণ করেছিল।

প্র. বুড়িকে আনুমানিক কয়টায় দাফন করা হয়েছিল?

উ. বুড়িকে আনুমানিক বেলা বারোটায় দাফন করা হয়েছিল।

প্র. বাল্যকালে কার মা-পিসি মারা গিয়েছেন?

উ. বাল্যকালে গল্পকথকের মা-পিসি মারা গিয়েছেন।

প্র. 'আহ্বান' কোন ধরনের গল্প?

উ. 'আহ্বান' একটি উদার মানবিক সম্পর্কের গল্প।

প্র. 'আহ্বান' গল্পে গনির বাবার নাম কী?

উ. 'আহ্বান' গল্পে গনির বাবার নাম আবেদালি।

প্র. কীসের ছুটিতে গিয়ে গল্পকথক বুড়ির মৃত্যু সংবাদ পেলেন?

উ. শরতের ছুটিতে গিয়ে গল্পকথক বুড়ির মৃত্যু সংবাদ পেলেন।

প্র. কার স্নেহাতুর আত্মা গল্পকথককে বহু দূর থেকে আহ্বান করে এনেছে?

উ. বুড়ির স্নেহাতুর আত্মা গল্পকথককে বহু দূর থেকে আহ্বান করে এনেছে।

প্র. গল্পকথকের পৈতৃক বাড়ির ভিটিতে কী গজিয়েছে?

উ. গল্পকথকের পৈতৃক বাড়ির ভিটিতে জঙ্গল গজিয়েছে।

প্র. গল্পকথক চক্কোত্তি মশায়কে দেখে কী করলেন?

উ. গল্পকথক চক্কোত্তি মশায়কে দেখে প্রণাম করলেন।

প্র. গল্পকথক কীসের বাগানের মধ্য দিয়ে বাজার গেলেন?

উ. গল্পকথক আম বাগানের মধ্য দিয়ে বাজার গেলেন।

প্র. কে গল্পকথককে বুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন?

উ. গল্পকথকের খুড়ো মশায় তাঁকে বুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।

প্র. গল্পকথকের সামনে কে দন্তহীন মুখে হাসবার চেষ্টা করল?

উ. গল্পকথকের সামনে বুড়ি দন্তহীন মুখে হাসবার চেষ্টা করল।

প্র. বুড়ির দৃষ্টিতে খুঁটি গোয়ালিনীর দুধে অর্ধেক কী থাকে?

উ. বুড়ির দৃষ্টিতে খুঁটি গোয়ালিনীর দুধে অর্ধেক জল থাকে।

প্র. কে বুড়িকে খাবার না দিয়ে খায় না?

উ. হাজরার ব্যাটার বউ বুড়িকে খাবার না দিয়ে খায় না।

প্র. অসুস্থ বুড়িকে গল্পকথক কখন দেখতে গেলেন?

উ. অসুস্থ বুড়িকে গল্পকথক বিকেলে দেখতে গেলেন।

প্র. 'আহ্বান' গল্পে কার দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে?

উ. 'আহ্বান' গল্পে বুড়ির দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে।

প্র. গল্পকথক কাফনের কাপড় কিনতে কার কাছে টাকা দিল?

উ. গল্পকথক কাফনের কাপড় কিনতে বুড়ির নাত-জামাইয়ের কাছে টাকা দিল।

প্র. বুড়ির চোখে তার নাত জামাই কেমন লোক?

উ. বুড়ির চোখে তার নাতজ জামাই খারাপ লোক।

প্র. খুড়োমশায়ের বাড়িতে কথকের দুধ দেয় কে?

উ. খুড়োমশায়ের বাড়িতে কথকের দুধ দেয় খুঁটি গোয়ালিনী।

প্র. বুড়ির আত্মীয় বলতে কে আছে?

উ. বুড়ির আত্মীয় বলতে এক নাত-জামাই আছে।

Reference: অগ্রদূত বাংলা