প্র. "কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি"-কার কথা বলা হয়েছে?
উ. "কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি"- চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।
প্র. "তাহারেই পড়ে মনে" কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ. "তাহারেই পড়ে মনে" কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'মাসিক মোহাম্মদী' পত্রিকায়।
প্র. "তাহারেই পড়ে মনে" কবিতাটি কোন ছন্দে লেখা?
উ. "তাহারেই পড়ে মনে" কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
প্র. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
উ. মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।
প্র. "তাহারেই পড়ে মনে" কবিতাটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উ. "তাহারেই পড়ে মনে" কবিতাটি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
প্র. "তাহারেই পড়ে মনে" কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?
উ. "তাহারেই পড়ে মনে" কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
প্র. "তাহারেই পড়ে মনে" কবিতায় কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন কে?
উ. "তাহারেই পড়ে মনে" কবিতায় কবিভক্ত কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন।
প্র. কবি শীতকে কী রূপে কল্পনা করেছেন?
উ. কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
প্র. "অলখ" শব্দের অর্থ কী?
উ. "অলখ" শব্দের অর্থ- অলক্ষ বা দৃষ্টির অগোচর।
প্র. কার মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?
উ. স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে।
প্র. "পুষ্পারতি" শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উ. 'পুষ্পারতি' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় ফুলের কথা অর্থে ব্যবহৃত হয়েছে।
প্র. কে শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন?
উ. কবি সুফিয়া কামাল শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
প্র. 'বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?- কে, কাকে এ প্রশ্ন করেছেন?
উ. 'বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?- কবি তাঁর ভক্তকে এ প্রশ্ন করেছেন।
প্র. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন?
উ. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি আগমনী গানের কথা জানতে চেয়েছেন।
প্র. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কয়টি চরিত্র রয়েছে?
উ. 'তাহারেই পড়ে মনে' কবিতায় দুটি চরিত্র রয়েছে।
প্র. 'কুঁড়ি' শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ করো।
উ. 'কুড়ি' শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে কোরক।
প্র. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উ. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয়।
প্র. 'অর্ঘ্য বিরচন' অর্থ কী?
উ. 'অর্ঘ্য বিরচন' অর্থ অঞ্জলি বা উপহার রচনা।
প্র. কোন ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন?
উ. শীত ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন।
প্র. গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন?
উ. গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সংলাপনির্ভর।
প্র. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের ছায়াপাত ঘটেছে?
উ. 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে
প্র. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কয়টি ঋতুর কথা বলা হয়েছে?
উ. 'তাহারেই পড়ে মনে' কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে।