সাহিত্যকর্ম:
উপন্যাস:
নাটক:
গল্প:
আত্মজীবনী:
ভ্রমণকাহিনী:
প্রবন্ধ:
"আমি বীরাঙ্গনা বলছি" গ্রন্থের পরিচয়:
প্রশ্ন: 'আমি বীরাঙ্গনা বলছি' গ্রন্থের পরিচয় দাও।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, সেইসব যুদ্ধাহত নারীদের সত্য কাহিনী নিয়ে নীলিমা ইব্রাহিম রচনা করেন 'আমি বীরাঙ্গনা বলছি' (১৯৯৪)। এতে আলোচিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর ভূমিকা, হানাদার বাহিনী ও রাজাকারদের অপকীর্তি। এ গ্রন্থে তারা, মেহেরজান, রিনাদের জীবন কাহিনীর মাধ্যমে দু'লক্ষ মা-বোনের আত্মত্যাগের ইতিহাস ফুটে উঠেছে।
'আমি বীরাঙ্গনা বলছি' (ফেব্রুয়ারি বইমেলা-১৯৯৪ এবং অখণ্ড প্রকাশ-১৯৯৮। সূত্র: গ্রন্থটির ভূমিকা অংশে লেখিকার আত্মকথন): এটি মুক্তিযুদ্ধের সত্য কাহিনীনির্ভর জীবন ইতিহাস।