গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো:

কাব্যগ্রন্থ: 'অনেক আকাশ' (১৯৫৯), 'একক সন্ধ্যায় বসন্ত' (১৯৬৪), 'সহসা সচকিত' (১৯৬৫), 'আমার প্রতিদিনের শব্দ' (১৯৭৪), 'উচ্চারণ' (১৯৬৮), 'সমুদ্রেই যাব' (১৯৮৭), 'রজনীগন্ধা' (১৯৮৮), 'প্রেম যেখানে সর্বস্ব'।

প্রবন্ধ: 'গল্পসঞ্চয়ন' (১৯৫৩)- ড. মুহম্মদ শহীদুল্লাহ সমালোচনা গ্রন্থ, 'কবিতার কথা' (১৯৫৭), 'কবি মধুসূদন' (১৯৫৭), 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৫৬)- মুহম্মদ আবদুল হাই সহযোগে, 'সাহিত্যের কথা' (১৯৬৪), সহযোগে সম্পাদনা, 'নজরুল ইসলাম' (১৯৫৪)- 'পদ্মাবতী' (১৯৬৮), 'মধুমালতি' (১৯৭২)। 

অনুবাদগ্রন্থ: 'ইডিপাস' (১৯৬৩), 'হুইটম্যানের কবিতা' (১৯৬৫)।

শিশুতোষ: 'কখনো আকাশ' (১৯৮৪)।

আত্মজীবনী: 'আমার সাক্ষ্য' (১৯৯৪)।

Reference: অগ্রদূত বাংলা