লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. 'লালসালু' কত সালে প্রকাশিত হয়?

উ. 'লালাসালু' উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।

প্র. সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু' উপন্যাসে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের কথা তুলে ধরেছেন?

উ. সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু' উপন্যাসের বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের মানুষের কথা তুলে ধরেছেন।

প্র. 'লালসালু' উপন্যাসের ঔপন্যাসিক কোন গ্রামের মানুষের কাহিনী তুলে ধরেছেন?

উ. 'লালসালু' উপন্যাসের উপন্যাসিক মহব্বতনগর গ্রামের মানুষের কাহিনী তুলে ধরেছেন।

প্র. মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক কোন দিকে চলছে?

উ. মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক উত্তর দিকে চলছে।।

প্র. মহব্বতনগরে কার আগমন নাটকীয়ভাবে ঘটছে?

উ. মহব্বতনগরে মজিদের আগমন নাটকীয়ভাবে ঘটেছে।

প্র. গারো পাহাড় মধুপুরগড় থেকে কতদিনের পথ?

উ. গারো পাহাড় মধুপুরগড় থেকে তিন দিনের পথ।

প্র. মজিদের দৃষ্টিতে কারা অশিক্ষিত ও বর্বর?

উ. মজিদের দৃষ্টিতে গারো পাহাড়ের লোকজন অশিক্ষিত ও বর্বর।

প্র. কার চোখে মজিদ ভয় দেখেছে?

উ. রহিমার চোখে মজিদ ভয় দেখেছে।

প্র. জমিতে বর্ষণহীন খরায় মহব্বতনগর গ্রামবাসীর কার কথা মনে পড়ে?

উ. জমিতে বর্ষণহীন খরায় মহব্বতনগর গ্রামবাসীর খোদার কথা মনে পড়ে।

প্র. মজিদ সবাইকে কী বলে সম্বোধন করে থাকেন?

উ. মজিদ সবাইকে 'মিঞা' বলে সম্বোধন করে থাকেন।

প্র. 'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাবা কে?

উ. 'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাবা দুদু মিয়া।

প্র. 'কলমা জানো মিঞা?- মজিদ প্রশ্নটি কাকে করেছে?

উ. 'কলমা জানো মিঞা?- মজিদ দুদু মিয়াকে প্রশ্নটি করেছে।

প্র. মজিদ মহব্বতনগরের কাকে কলমা না জানার জন্যে অকথ্য ভাষায় তিরস্কার করে?

উ. মজিদ মহব্বতনগরের দুদু মিয়াকে কলমা না জানার জন্যে অকথ্য ভাষায় তিরস্কার করে।

প্র. হাসুনির মায়ের পেশা কী ছিল?

উ. হাসুনির মায়ের পেশা ছিল ধান ভানা।

প্র. তাহের-কাদেরের ছোট ভাই কী হতে চায়?

উ. তাহের-কাদেরের ছোট রতন কেরায়া নায়ের মাঝি হতে চায়।

প্র. কাকে দেখে অন্ধকারেও মজিদের চোখ চকচক করে?

উ. হাসুনির মাকে দেখে অন্ধকারেও মজিদের চোখ চকচক করে।

প্র. মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল?

উ. মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল।

প্র. মজিদ মহব্বতনগরের কোন লোকটিকে শয়তানের খাম্বা বলেছে?

উ. মজিদ মহব্বতনগরের তাহেরের বাপকে শয়তানের খাম্বা বলেছে।

প্র. কার দেহভরা ধানের গন্ধ?

উ. রহিমার দেহভরা ধানের গন্ধ।

প্র. 'লালসালু' উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

উ. 'লালসালু' উপন্যাসের উল্লেখিত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম- মতলুব খাঁ।

প্র. মহব্বতনগর গ্রামে শক্তির শিকড় গেড়েছে কে?

উ. মহাব্বতনগর গ্রামে শক্তির শিকড় গেড়েছে মজিদ।

প্র. মজিদ কখন মহব্বতনগরে প্রথম প্রবেশ করে?

উ. মজিদ নিরাকপড়া দুপুরে মহব্বতনগর গ্রামে প্রথম প্রবেশ করে।

প্র. মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ মতিগঞ্জের সড়কের ওপর দাঁড়িয়ে ছিল?

উ. মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ মতিগঞ্জের সড়কের ওপর দাঁড়িয়ে ছিল।

প্র. মজিদ কার নির্দেশে মহব্বতনগর গ্রামে আসে?

উ. মজিদ স্বপ্নে মোদাচ্ছের পীরের নির্দেশ পেয়ে মহব্বতনগর গ্রামে আসে।

প্র. মজিদ মহব্বতনগর গ্রামের পরিত্যক্ত কবরকে কার কবর বলে গ্রামবাসীকে জানায়?

উ. মজিদ মহব্বতনগর গ্রামের পরিত্যক্ত কবরকে মোদাচ্ছের পীরের কবর বলে গ্রামবাসীকে জানায়।

প্র. মজিদ নিজেকে কল্পিত মাজারের কী বলে পরিচয় দেয়?

উ. মজিদ নিজেকে কল্পিত মাজারের খাদেম বলে পরিচয় দেয়।

প্র. কল্পিত মোদাচ্ছের পীরের মাজারটি মজিদ কোন প্রকার কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল?

উ. কল্পিত মোদাচ্ছের পীরের মাজারটি মজিদ লালসালু কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল।

প্র. মজিদের শক্তির উৎস কী?

উ. মজিদের শক্তির উৎস সালু কাপড় (এক রকম সুতি কাপড়) দ্বারা আবৃত মাজার।

প্র. মজিদ মহব্বতনগরে এসে কীসের ব্যবসা শুরু করে?

উ. মজিদ মহব্বতনগরে এসে মাজার ব্যবসা শুরু করে।

প্র. কার উক্তিটি দুই দিকে কাটে?

উ. মজিদের উক্তিটি দুই দিকে কাটে।

প্র. খালেক ব্যাপারী কে?

উ. খালেক ব্যাপারী মহব্বতনগরের জোতদার।

প্র. মজিদের সহযোগী ব্যক্তিটির নাম কী?

উ. মজিদের সহযোগী ব্যক্তিটির নাম খালেক ব্যাপারী।

প্র. কোথায় একজন নতুন পীরের আগমন ঘটেছে?

উ. আওয়ালপুরে একজন নতুন পীরের আগমন ঘটেছে।

প্র. আওয়ালপুরের পীরের প্রধান মুরিদ কে?

উ. আওয়ালপুরের পীরের প্রধান মুরিদ মতলুব খাঁ।

প্র. 'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'- উক্তিটি কার?

উ. 'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'-উক্তিটি মজিদের।

প্র. খালেক ব্যাপারীর কতজন স্ত্রী ছিল?

উ. খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী ছিল।

প্র. আমেনা বিবি কে?

উ. আমেনা বিবি হলো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী।

প্র. আমেনা বিবি কোন দিন রোজা রাখে?

উ. আমেনা বিবি শুক্রবার রোজা রাখেন।

প্র. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

উ. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি।

প্র. তানু বিবি কে?

উ. তানু বিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী।

প্র. ধলা মিয়া কে?

উ. খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের স্ত্রী তানু বিবির বড় ভাই ধলা মিয়া।

প্র. রহিমার পেটে কয়টি প্যাচ?

উ. রহিমার পেটে চৌদ্দটি প্যাঁচ।

প্র. আক্কাস গ্রামে কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল?

উ. আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

প্র. আক্কাস মিয়া কার ছেলে?

উ. আক্কাস মিয়া মোদাব্বের মিয়ার ছেলে।

প্র. আক্কাস মিঞা কোন স্কুলে পড়াশোনা করেছে?

উ. আক্কাস মিয়া করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে।

প্র. 'তোমার দাড়ি কই মিঞা?'- উক্তিটি কে করেছিল?

উ. 'তোমার দাড়ি কই মিঞা?' উক্তিটি মজিদের।

প্র. মজিদ কৌশলে সভায় আক্কাসের স্কুলের পরিবর্তে কী প্রতিষ্ঠার কথা বলে?

উ. মজিদ কৌশলে সভায় আক্কাসের স্কুলের পরিবর্তে নতুন মসজিদ প্রতিষ্ঠার কথা বলে।

প্র. মসজিদ নির্মাণে খালেক ব্যাপারী একাই কত অংশ বহন করার কথা বলে?

উ. মসজিদ নির্মাণে খালেক ব্যাপারী একাই বারো আনা বহন করার কথা বলে।

প্র. মজিদকে দেখে প্রথম জমিলার কী মনে হয়েছিল?

উ. মজিদকে দেখে প্রথম জমিলার দুলার (বরের) বাবা মনে হয়েছিল।

প্র. কে নামাজ পড়তে গিয়ে জায়নামাজে ঘুমিয়ে যায়?

উ. জমিলা নামাজ পড়তে গিয়ে জায়নামাজে ঘুমিয়ে যায়।

প্র. মজিদ কার মনের হদিস পায় না?

উ. মজিদ জমিরার মনের হসিদ পায় না।

প্র. ডোমপাড়া থেকে কীসের শব্দ ভেসে আসে?

উ. ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে।

প্র. মজিদের মুখে কে থুতু দিয়েছে?

উ. মজিদের মুখে জমিলা থুতু দিয়েছে।

প্র. মজিদ কাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল?

উ. মজিদ জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল।

প্র. মহব্বতনগরে এক রাতে ঝড়ের পর কী শুরু হয়?

উ. মহব্বতনগরে এক রাতে ঝড়ের পর শিলাবৃষ্টি শুরু হয়।

প্র. মাজারে কে হাত-পা ছড়িয়ে চিৎ হয়ে ছিল?

উ. মাজারে জমিলা হাত-পা ছড়িয়ে চিৎ হয়ে ছিল।

প্র."ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?"-উক্তিটি কার?

উ."ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?"-উক্তিটি রহিমার।

Reference: অগ্রদূত বাংলা