'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার গুরুত্বপূর্ণ অংশ

প্র. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি 'কমল বন' কে কীসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?

উ. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি 'কমল বন' প্রতীকটি ব্যবহার করেছেন।

প্র. চতুর্দিকে কী হচ্ছে?

উ. চতুর্দিকে মানবিক বাগান আর কমলবন তছনছ হচ্ছে।

প্র. রাজপথে শূন্যে ফ্লাগ ভোলে কে?

উ. রাজপথে শূন্যে ফ্লাগ তোলে সালাম।

প্র. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং কী?

উ. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়া।

প্র. 'হরিৎ উপত্যকা' অর্থ কী?

উ. 'হরিৎ উপত্যকা' অর্থ সবুজ উপত্যকা।

প্র. কৃষ্ণচূড়া ফুলকে কবি কী হিসেবে অভিহিত করেছেন?

উ. কৃষ্ণচূড়া ফুলকে কবি শহিদের রক্তের ঝলকানি হিসেবে অভিহিত করেছেন।

প্র. কৃষ্ণচূড়া কীসের প্রতীক হয়ে উঠেছে?

উ. কৃষ্ণচূড়া বিপ্লবী-বিদ্রোহীদের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

প্র. আসাদুজ্জামান কোন আন্দোলনে শহিদ হন?

উ. আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হন।

প্র. ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন?

উ. ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন।

প্র. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়ার লাল রং কীসের প্রতীক?

উ. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়ার লাল রং চেতনার প্রতীক।

প্র. গাঢ় উচ্চারণে কথা বলে কে?

উ. গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।

প্র. কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?

উ. কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে।

প্র. থরেখরে ফোটা কৃষ্ণচূড়াগুলো কীসে ভরপুর?

উ. থরে থরে ফোটা কৃষ্ণচূড়াগুলো স্মৃতিগন্ধে ভরপুর।

প্র. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন গণজাগরণের পটভূমিতে রচিত?

উ. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি উনিশশো উনসত্তর সালের গণ-অভ্যুত্থানের পটভূমিতে রচিত।

প্র. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় রৌদ্র কীসের প্রতীক?

উ. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় রৌদ্র আনন্দের প্রতীক।

Reference: অগ্রদূত বাংলা