প্র. তাঁর কাব্যগ্রন্থ গুলো কী কী?
উ. 'সাতনরী হার' (১৯৫৫): এটি তাঁর প্রথম কাব্য।
'আমি কিংবদন্তির কথা বলছি' (১৯৮১): বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। এ কাব্যের বিখ্যাত কবিতা 'আমি কিংবদন্তির কথা বলছি', 'কোন এক মাকে' (কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা), 'মাগো ওরা বলে'। এতে ৩৯টি কবিতা স্থান পেয়েছে।
'কখনো রং কখনো সুর' (১৯৭০), 'কমলের চোখ (১৯৭৪), 'সহিষ্ণু প্রতীক্ষা' (১৯৮২), 'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' (১৯৮৩), 'আমার সময়' (১৯৮৭), 'নির্বাচিত কবিতা' (১৯৯১), 'আমার সকল কথা' (১৯৯৩), 'মসৃণ কৃষ্ণ গোলাপ (২০০২)।