প্র. নূরলদীনের বাড়ি কোথায় ছিল?
উ. নূরলদীনের বাড়ি ছিল রংপুর।
প্র. কত বঙ্গাব্দে নূরলদীন বিপ্লবের ডাক দিয়েছিলেন?
উ. ১১৮৯ বঙ্গাব্দে নূরলদীন বিপ্লবের ডাক দিয়েছিলেন।
প্র. 'নিলক্ষা' শব্দের অর্থ কী?
উ. 'নিলক্ষা' শব্দের অর্থ 'দৃষ্টিসীমা অতিক্রমী'।
প্র. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কত হাজার লোকালয়ের উল্লেখ আছে?
উ. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় উনসত্তর হাজার লোকালয়ের উল্লেখ আছে।
প্র. কবির মতে, সোনার বাংলায় কী নেমে আসে?
উ. কবির মতে, সোনার বাংলায় শকুন নেমে আসে।
প্র. নূরলদীন কীসের প্রতীক?
উ. নূরলদীন প্রতিবাদের প্রতীক।
প্র. কবি জ্যোস্নাকে কীসের সাথে তুলনা করেছেন?
উ. কবি জ্যোস্নাকে ধবল দুধের সাথে তুলনা করেছেন।
প্র. নূরলদীন কীসের বিরুদ্ধে সংগ্রাম করেছেন?
উ. নূরলদীন সামন্তবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।
প্র. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি 'নূরলদীনের সারাজীবন' শীর্ষক কাব্যনাটকের কোন অংশ?
উ. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি 'নূরলদীনের সারাজীবন' শীর্ষক কাব্যনাটকের প্রস্তাবনা অংশ।
প্র. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় বাংলার আঙিনাকে কী বলা হয়েছে?
উ. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় বাংলার আঙিনাকে মরা আঙিনা বলা হয়েছে।
প্র. নূরলদীন আবার একদিন কোথায় আসবে?
উ. নূরলদীন আবার একদিন বাংলায় আসবে।
প্র. অতীত হঠাৎ কোথায় হানা দেয়?
উ. অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়।