'লোক-লোকান্তর' কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. কবির চেতনার পাখি কোথায় বসে আছে?

উ. কবির চেতনার পাখিটি সবুজ অরণ্যে চন্দনের ডালে বসে আছে।

প্র. কবি তাঁর চেতনাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উ. কবি তাঁর চেতনাকে সত্যিকার সাদা পাখির সঙ্গে তুলনা করেছেন।

প্র. 'লোক-লোকান্তর' কবিতায় কোথায় সমাজ, সংসার, ধর্ম তুচ্ছ হয়ে যাবে?

উ. 'লোক-লোকান্তর' কবিতায় লোকালয়ে সমাজ, সংসার, ধর্ম তুচ্ছ হয়ে যাবে।

প্র. 'লোক-লোকান্তর' কবিতায় কীসের জয় হয়েছে?

উ. 'লোক-লোকান্তর' কবিতায় কবিতার জয় হয়েছে।

প্র. পাখিতুল্য কবির সত্তায় কী বিরাজমান?

উ. পাখিতুল্য কবির সত্তায় সুন্দর ও রহস্যময়তা বিরাজমান।

প্র. কবি কাকে সাদা রঙের পাখি হিসেবে আখ্যায়িত করেছেন?

উ. কবি নিজের চেতনাকে সাদা রঙের পাখি হিসেবে আখ্যায়িত করেছেন।

প্র. 'লোক-লোকান্তর' কবিতায় উল্লিখিত রংগুলো কী কী?

উ. 'লোক-লোকান্তর' কবিতায় উল্লিখিত রংগুলো হলো সবুজ, লাল ও কাটা সুপারির রং।

প্র. আসন্ন বিজয় কীসের?

উ. আসন্ন বিজয় কবিতার।

প্র. 'লোক-লোকান্তর' কবিতায় কবির চেতনারূপ পাখিটির রং কী?

উ. 'লোক-লোকান্তর' কবিতায় কবির চেতনারূপ পাখিটির রং সাদা।

প্র. কোথায় বনচারী বাতাসের দোলা দেখা যায়?

উ. মাথার ওপরে-নিচে বনচারী বাতাসের দোলা দেখা যায়।

প্র. 'লোক-লোকান্তর' কবিতায় কবির সৃষ্টির প্রেরণা কী?

উ. 'লোক-লোকান্তর' কবিতায় কবির সৃষ্টির প্রেরণা চিরায়ত গ্রামবাংলা।

প্র. সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব কী?

উ. সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব হলো কবির চেতনা।

প্র. কবির মাথার ওপরে ও নিচে কী দোলে?

উ. কবির মাথার ওপরে ও নিচে বন্য পানলতা দোলে।

 

বিখ্যাত পঙক্তি

'আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে

 হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।' (নোলক)

Reference: অগ্রদূত বাংলা