গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

প্র. শহীদ কাদরী রচিত গ্রন্থসমূহ কী কী?

উ. 'উত্তরাধিকার' (১৯৬৭): এ কাব্যে মোট ৪০টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাগুলোর প্রতি পঙ্ক্তিতে তিনি দৃশ্যমান বস্তুকে দেখেছেন প্রবল অন্তরঙ্গে, মননের শাসনে ও আবেগের প্রাবল্যের যৌথ প্রচেষ্টায়। বাংলা কবিতা সত্যিকার অর্থেই আধুনিকতার চূড়ান্তমুখী হয় তাঁর এ কাব্যগ্রন্থের মাধ্যমে। এ কাব্যের বিখ্যাত কবিতা 'বৃষ্টি বৃষ্টিতে'।

'তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪), 'কোথাও কোনো ক্রন্দন নেই' (১৯৭৮), 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও' (২০০৯)।

বিখ্যাত পঙক্তি: "ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো, যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে...

Reference: অগ্রদূত বাংলা