গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

প্র. তাঁর রচিত সাহিত্যকর্মসমূহ কী কী? 

উ. কাব্য: 'জন্মান্ধ কবিতাগুচ্ছ' (১৯৬৭), 'জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা' (১৯৬৯), 'ও সংবেদন ও জলতরঙ্গ' (১৯৭৪), ‘কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড’ (১৯৮২), ‘পার্ক স্ট্রিটে এক রাত্রি’ (১৯৮৩), ‘পরাবাস্তব কবিতা’ (১৯৮৪), ‘মাছ সিরিজ’ (১৯৮৪), ‘সকল প্রশংসা তাঁর’ (১৯৯৩), ‘নীরবতা গভীরতা দুই বোন বলে কথা’ (১৯৯৭)।

উপন্যাস: ‘পরিপ্রেক্ষিতের দাসদাসী’ (১৯৭৪), ‘কলকাতা’ (১৯৮০), ‘অ-তে অজগর’ (১৯৮২), ‘পোড়ামাটির কাজ’ (১৯৮২), ‘গভীর গভীরতর অসুখ’ (১৯৮২), ‘ক্ষুধা প্রেম আগুন’ (১৯৯৪), ‘শ্রাবন্তীর দিনরাত্রি’ (১৯৯৮), ‘হে সংসার হে লতা’।

গল্পগ্রন্থ: ‘একরাত্রি’: এক কাজ পাগল কেরানীর নিষ্ঠাময় চাকরী জীবনের গল্প। 

মার্চ’: পরাবাস্তব চেতনা ভিত্তিক গল্প। 

‘সত্যের মত বদমাশ’ (১৯৬৮), ‘চলো যাই পরোক্ষে’ (১৯৭৩), ‘মৃত্যুর অধিক লাল ক্ষুধা’ (১৯৭৭), ‘নেকড়ে হায়েনা ও তিন পরী’ (১৯৯৭), ‘অমরতার জন্য মৃত্যু’।

কাব্যনাট্য: ‘চাকা’ (১৯৮৫), ‘কবি ও অন্যরা’ (১৯৯৬)।

প্রবন্ধ: ‘দশ দিগন্তের দ্রষ্টা’, ‘করতলে মহাদেশ’, ‘আমার বিশ্বাস’, ‘ছন্দ’।

স্মৃতিকথা: ‘আমার বিশ্বাস’ (১৯৮৮), ‘স্মৃতির নোটবুক’ (২০০১), ‘ভেসেছিলাম ভাঙা ভেলায়’ (২০০৯), ‘মিটিলনা সাধ ভালবাসিয়া তোমায়’ (২০১২)।

প্রবন্ধ গবেষণা: ‘শুদ্ধতম কবি’ (১৯৭২), ‘নজরুল ইসলাম। কবি ও কবিতা’ (১৯৭৭), ‘নজরুল: কালজ কালোত্তর’ (১৯৮৭), ‘আধুনিক সাম্প্রতিক’ (২০০১)।

Reference: অগ্রদূত বাংলা