প্রশ্ন: তাঁর প্রকাশিত সাহিত্যসমূহ কী কী?
কাব্যগ্রন্থ: ‘রাজা যায় রাজা আসে’ (১৯৭২), ‘যে তুমি হরণ করো’ (১৯৭৪), ‘পৃথক পালঙ্ক’ (১৯৭৫)।
কাব্যনাট্য: ‘ওরা কয়েকজন’ (১৯৮৮)- এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়।
গল্প সংকলন: ‘আবুল হাসান গল্প সংগ্রহ’ (১৯৯০)।