গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

প্র. ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্মসমূহ কী কী? 

উ. উপন্যাস: 'যাবজ্জীবন' (১৯৭৬): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। 

'কালোঘোড়া' (১৯৯১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 

'নূরজাহান' (১৯৯৫): এপার-ওপার বাংলার ব্যাপক জনপ্রিয় উপন্যাস। 

'দুঃখ কষ্ট' (১৯৮২), 'ও রাধা ও কৃষ্ণ' (১৯৮২), 'এক দেশ' (১৯৮৩), 'প্রিয় নারী জাতি' (১৯৮৪), 'ভূমিপুত্র'(১৯৮৫), 'পরবাস' (১৯৮৭), 'নায়ক' (১৯৮৮), 'সারাবেলা' (১৯৮৮), 'রূপনগর' (১৯৮৮), 'কথা ছিলো' (১৯৮৮), 'দুজনে' (১৯৮৮), 'রাজাকারতন্ত্র' (১৯৮৯), 'বালকের অভিমান' (১৯৮৯), 'বন মানুষ' (১৯৮৯), 'স্বপ্ন' (১৯৮৯), 'মহাযুদ্ধ' (১৯৮৯), 'কোন কান নিনের ফুল' (১৯৯০), 'সুদূরতমা' (১৯৯১), 'আশায় আশায় থাকি' (১৯৯২), 'বাঁকা জল' (১৯৯৩), 'মানুষজন' (১৯৯৪), 'আছ তুমি হৃদয় জুড়ে' (১৯৯৬), 'সুচরিতাসু' (১৯৯৭), 'যুবরাজ' (১৯৯৭), 'মৌসুমী' (১৯৯৮), 'রহস্যময়ী' (১৯৯৯), 'তখন ছিলাম আমি' (২০০০), 'এসো' (২০০১), 'জান' (২০০২), 'কুসুমের মতো মেয়েরা' (২০০৩), 'বন্ধুয়া' (২০০৪), 'তুমিই' (২০০৫), 'অপরবেলা' (২০০৬)।

গল্পগ্রন্থ: 'নিরন্নের কাল' (১৯৭৯), 'হে প্রেম' (১৯৮৩), 'ফুলের বাগানে সাপ' (১৯৮৩), 'আহারী' (১৯৮৪), 'তাহারা' (১৯৮৬), 'মর্মবেদনা' (১৯৮৮), 'প্রেম নদী' (১৯৮৮), 'বারো রকমের মানুষ' (১৯৮৮)।

ছোটগল্প: 'রাজার চিঠি', 'মানুষ কাঁদছে', 'নেতা যে রাতে নিহত হলেন'।

আত্মজীবনী: 'কেমন আছ সবুজ পাতা' (২০১২)।

Reference: অগ্রদূত বাংলা