বিখ্যাত পঙক্তি

  • পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত, ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতেই হবে। (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা)
  • স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা। (স্বাধীনতা তুমি)
  • স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)
  • তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। (বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা)
  • মেঘনা নদী দেব পাড়ি/কল-অলা এক নায়ে।/ আবার আমি যাব আমার / পাহাড়তলী গাঁয়ে। (প্রিয় স্বাধীনতা)
Reference: