গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

প্র. বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থের নাম কী? (১৫তম বিসিএস লিখিত) 

উ. পর্তুগিজ ভাষায় মনোএল দ্য আসসুম্পসটি রচিত Vocabulario Em Idioma Bengalla, E Portuguez. Dividido Em Duas Partes', এটি রোমান হরফে পর্তুগিজ ভাষায় ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়। এটি মূলত একটি অভিধান।

প্র. বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম কী? 

উ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত 'A Grammar of the Bengal Language', এটি ১৭৭৮ সালে ইংরেজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে চার্লস উইলকিনসের হুগলির মুদ্রণযন্ত্র থেকে এর অংশবিশেষ বাংলায় মুদ্রিত হয়। ব্রাসি হ্যালহেড সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন।

প্র. বাংলা ব্যাকরণ কী? 

উ. 'ব্যাকরণ' (বি+আ+√কৃ+অন) শব্দটির অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতে, 'যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ'।

প্র. বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা কে করেন? 

উ. 'বাঙ্গালা শিক্ষাগ্রন্থ' (১৮২১) নামে বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা চালান রাধাকান্ত দেব।

প্র. বাঙালি রচিত বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থের নাম কি? 

উ. রাজা রামমোহন রায় রচিত 'Bengali Grammar in English Language', যা ১৮২৬ সালে প্রকাশিত হয়। এটি পরবর্তীতে ১৮৩৩ সালে তিনি 'গৌড়ীয় ব্যাকরণ' নামে অনূদিত করেন, যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত।

প্র. পাণিনি কে ছিলেন

উ. পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। সংস্কৃত ভাষায় তাঁর রচিত গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী'। কাত্যায়ন ও পতঞ্জলি পাণিনির ব্যাকরণের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। 

Reference: অগ্রদূত বাংলা