ব্যঞ্জনধ্বনি

প্র. ব্যঞ্জনধ্বনি কী?

উ. যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণ লাগে, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। যেমন: ক, খ, গ, ঘ ইত্যাদি।

মৌলিক ব্যঞ্জনধ্বনি: মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, র, ল, শ, স, হ, ড়, ঢ়।

উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিচারে ব্যঞ্জনধ্বনিকে অন্তত চার ধরনে ভাগ করা যায়।

  • উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন
  • উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বিভাজন
  • ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন
  • ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন
Reference: অগ্রদূত বাংলা