বিশেষ গুরুত্বপূর্ণ লিঙ্গ

বিশেষ গুরুত্বপূর্ণ কিছু লিঙ্গ

  • নিত্য পুরুষবাচক শব্দ: কবিরাজ, যোদ্ধা, ঢাকী, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জীন, জামাতা ইত্যাদি।
  • নিত্য স্ত্রীবাচক শব্দ: সতীন, সপত্নী, সধবা, সৎমা, ডাইনি, অর্ধাঙ্গিনী, বাইজী, কুলটা, এয়ো, দাই, বিধবা, অসূর্যস্পর্শা, অরক্ষণীয়া, কলঙ্কিনী, পেত্নী, শাকচুন্নি, অন্দরা, পরী ইত্যাদি।
  • উভয় লিঙ্গ (স্ত্রী ও পুরুষ) বাচক শব্দ: শিশু, সন্তান, পাখি, জন, শিক্ষিত ইত্যাদি।
  • কিছু কিছু শব্দ আছে যেগুলোকে উভয়লিঙ্গ হিসেবে ধরা হয়। যেমন: কবি, সম্পাদক, সভাপতি, চেয়ারম্যান ইত্যাদি।
  • বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। যেমন: নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক। নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি
Reference: অগ্রদূত বাংলা