অপিনিহিতি (Epenthesis): পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। যেমন- সাধু > সাউধ (স্+আ+ধ+উ) > (স+আ+'উ'+ধ)]
ই-ধ্বনির অপিনিহিতি