অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার

 

অশুদ্ধ (Incorrect)শুদ্ধ (Correct)
ইক্ষুর চারা বপন করা হইল।ইক্ষুর চারা রোপন করা হইল।
গোময় জ্বালানি কাষ্ঠরূপে ব্যবহার হয়।গোময় জ্বালানিরূপে ব্যবহার হয়।
তাহার সাঙ্ঘাতিক আনন্দ হইল।তাহার প্রচুর আনন্দ হইল।
হস্তীটি অপরিসীম স্থুলাকায়।হস্তীটি অত্যন্ত স্থুলাকায়।
বঙ্কিমের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর।বঙ্কিমের প্রতিভা ছিল অতি অসাধারণ।
গণিত খুব কঠিন।গণিত খুব জটিল।
এই সভার ছাত্রগণ কর্তব্য নিরাকরণ করিবে।এই সভায় ছাত্রগণ কর্তব্য নির্ধারণ করিবে।
অধ্যাপনই ছাত্রদের তপস্যা।অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
ছেলেটি ভয়ানক মেধাবী।ছেলেটি অত্যন্ত মেধাবী।
আমরা উন্নতির পথে কুঠারাঘাত করিতেছি।আমরা উন্নতির মূলে কুঠারাঘাত করিতেছি।
Reference: অগ্রদূত বাংলা