| অশুদ্ধ (Incorrect) | শুদ্ধ (Correct) |
| আমি সন্তোষ হলাম। | আমি সন্তুষ্ট হলাম। |
| হাসান হলো আমার ভ্রাতুষ্পুত্র। | হাসান আমার ভ্রাতুষ্পুত্র। |
| দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল। | দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। |
| নৌকার স্রোতে ভাসিয়া চলিয়াছিল। | নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। |
| আপনি স্বপরিবারে আমন্ত্রিত। | আপনি সপরিবারে আমন্ত্রিত। |
| তার সাংস্কৃতিক নাই। | তার সংস্কৃতি নাই। |
| আমি কায়োমনো বাক্যে প্রার্থনা করি। | আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি। |
| সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে। | সন্ধ্যায় সবাই বাড়ি ফিরছে। |
| অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। | অন্নাভাবে প্রতিঘরে হাহাকার। |
| সাবধানপূর্বক চলবে। | সাবধানে চলবে। |
| জ্ঞানী মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। | জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেয়। |
| বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন। | বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। |
| এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই। | এমন অসহ্য ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই। |
| বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। | বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
| বুনো কচু, বাঘা তেঁতুল। | বুনো ওল, বাঘা তেঁতুল। |
| রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। | রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। |
| অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়। | অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়। |
| লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়। | লোকটি নিরপরাধ কিন্তু নিরহঙ্কার নয়। |
| কুলটা নারীকে বর্জন কর। | কুলটাকে বর্জন কর। |
| মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্খা। | মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা। |
| দুষ্কৃতিদের ছুটি দেওয়া উচিত নয়। | দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়। |
| দৈনতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। | দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। |
| আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম। | আকণ্ঠ ভোজ করলাম। (or কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম) |
| দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা। | দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা। (or দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা) |
| ওরা তাকে জিম্মিরূপে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে। | ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে। |
| বিবিধ জিনিসপত্র কিনলাম। | বিবিধ জিনিস কিনলাম। |
| দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল | দুর্বলতাবশত অনাথা বসে পড়ল |
| নৌকার স্রোতে ভাসিয়া চলিয়াছিল | নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল |
| আপনি সপরিবারে আমন্ত্রিত | আপনি স্বপরিবারে আমন্ত্রিত |
| তার সংস্কৃতি নাই | তার সাংস্কৃতিক নাই |
| আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি | আমি কায়োমনো বাক্যে প্রার্থনা করি |
| বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে | বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে |
| কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন | কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন |
| দীনতা প্রশংসনীয় নয় | দৈন্যতা প্রশংসনীয় নয় |
| একটি গোপন কথা বলি | একটি গোপনীয় কথা বলি |
| গীতাঞ্জলী' পড়েছ কি? | গীতাঞ্জলি' পড়েছ কি? |
| আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত | আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত |
| যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি | যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি |
| বিধি লঙ্ঘন হয়েছে | বিধি লঙ্ঘিত হয়েছে |
| তাকে স্নেহাশিস দিও | তাকে স্নেহাশীষ দিও |
| সূর্য উদয় হয়েছে? | সূর্য উদিত হয়েছে? |
| তিনি আমার বইটি প্রকাশিত করেছেন | তিনি আমার বইটি প্রকাশ করেছেন |
| সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান |
| দশচক্রে ঈশ্বর ভূত | দশচক্রে ভগবান ভূত |
| সর্বদা পরিস্কার থাকিবে | সর্বদা পরিষ্কার থাকিবে |
| তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয় | তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয় |
| পরবর্তী কালে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি | পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি |
| অন্যায়ের ফল আবশ্যক | অন্যায়ের ফল অনিবার্য |
| আমি যেয়ে দেখি সব শেষ | আমি গিয়ে দেখি সব শেষ |
| সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল | সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল |
| বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ | বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয় (or বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর) |
| ওরা তাকে জিম্মিরূপে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে | ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে |
| কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম | আকণ্ঠ ভোজন করলাম |
| দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা | দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা (or দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা) |
| বিবিধ জিনিসপত্র কিনলাম | বিবিধ জিনিস কিনলাম |