অব্যয়ের দ্বিরুক্তি

ক. ভাবের গভীরতা বোঝাতে:

  • ছি ছি, তুমি কী করেছ?
  • তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।

খ. অনুভূতি বোঝাতে:

  • ভয়ে গা ছম ছম করছে।
  • ফোড়াটা টন টন করছে।

গ. বিশেষণ বোঝাতে:

  • পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।

ঘ. ধ্বনিব্যঞ্জনা:

  • ঝির ঝির করে বাতাস বইছে।
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

ঙ. পৌনঃপুনিকতা বোঝাতে:

  • বার বার সে কামান গর্জে উঠল।
Reference: অগ্রদূত বাংলা