পদাত্মক দ্বিরুক্তি/দ্বিত্ব: বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়। এগুলো দু'রকমে গঠিত হয়। যেমন-
- একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার। যথা: ভয়ে ভয়ে এগিয়ে গেলাম।
- যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত পদে ব্যবহার। যথাঃ হাতে-নাতে, আকাশে-বাতাসে, কাপড়-চোপড়, দলে-বলে ইত্যাদি।
বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত/দ্বিত্ব শব্দের প্রয়োগ:
- সতর্কতা: ছেলেটিকে চোখে চোখে রেখো।
- ভাবের প্রগাঢ়তা: ভুলগুলো তুই আনরে বাছা বাছা।
- কালের বিস্তার: থেকে থেকে শিশুটি কাঁদছে।
- আধিক্য: লোকটা হাড়ে হাড়ে শয়তান। খাঁচার ফাঁকে ফাঁকে। পরশে মুখে মুখে। নীরবে চোখে চোখে চায়।